বিজয় ত্রিপুরা,বান্দরবন প্রতিনিধিঃ
পরোয়ানা ভূক্ত পলাতক আবুল হোসেন। বান্দরবানের থানচি উপজেলার শিশু ও নারী নির্যাতন মামলার ৪ বছরের পরোয়ানা ভূক্ত পলাতক আবুল হোসেন (৩০) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১ মে) সকালের গোপন সংবাদের ভিত্তিতে থানা উপসহকারী পুলিশ পরিদর্শক (এস আই) হৃদয় পাল ও চন্দ্র কুমার পুর্মিরের অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আবুল হোসেন নোয়াখালী জেলার বাসিন্দা বাহার ওরফে মো: দেলোয়ার হোসেনের ছেলে। সে নতুন পাড়া বাসিন্দা মো: জালাল আহম্মদের ২য় কন্যা এর জামাতা। তার বিরোধে ২০২২ সালের বাংলাদেশ মায়ানমার সীমান্তে সড়কের এক পাহাড়ী মেয়েকে বলপ্রয়োগ করে নির্যাতনের দায়ের করার জিআর-৩৯০/২২ থানচি থানার মামলা নং ০১(১২)২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারন ভাষ্যমতে সে অপরাধের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।