প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:০০ পূর্বাহ্ণ
দেবীগঞ্জ উপজেলাবাসী প্রানের দাবী চীন সরকারের সহায়তায় ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দেবীগঞ্জে চাই
দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চীন সরকারের আর্থিক সহায়তায় রংপুর বিভাগের ১০০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল স্থাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান দপ্তরে স্বারকলিপি প্রদান করার প্রেক্ষিতে তিনি মাঠ জরিফ করে চীন সরকারের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দেবীগঞ্জ উপজেলায় স্থাপনের জন্য জেলা প্রশাসক পঞ্চগড় মহোদকে সুপারিশ সহকারে বিস্তারিত তথ্য বর্ননা দিয়ে পত্র প্রেরণ করিলে, জনাব মোঃ ছাবেদ আলী, জেলা প্রশাসক পঞ্চগড় মহোদয় দেবীগঞ্জ উপজেলাবাসীর প্রানের দাবীর প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের বরাবরে বিস্তারিত বর্ননা দিয়ে হাসপাতালটি দেবীগঞ্জে স্থাপনের জন্য সুপারিশ সহকারে প্রেরণ করেন। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা হতে প্রাপ্ত প্রস্তাবনায় চীন সরকার প্রস্তবিত ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি নি¤েœাক্ত কারণে দেবীগঞ্জ উপজেলায় স্থাপনের বিষয়ে যৌক্তিকতা তুলে ধরা হয়েছেঃ
রংপুর বিভাগের ০৮ টি জেলার মধ্যে ০৩ টি জেলায় (রংপুর, দিনাজপুর এবং নীলফামারীতে) মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এছাড়াও ০৩ টি জেলা (গাইবান্ধা,কুড়িগ্রাম এবং লালমনির হাট) হতে বগুড়া ও রংপুরে অবস্থিত মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে স্বল্প সময়ের যাত্রাপথ পাড়ি দিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব। কিন্তু পঞ্চগড় হতে ৪ ঘন্টার যাত্রপথ পাড়ি দিয়ে রংপুরে গিয়ে কিংবা ৩ ঘন্টার যাত্রাপথ পাড়ি দিয়ে দিনাজপুরে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে হয়। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এই হাসপাতাল স্থাপিত হলে ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুর জেলার মানুষ সহজেই চিকিৎসাসেবা গ্রহণ করতে সক্ষম হবে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা হতে সৈয়দপুর এবং ঠাকুরগাঁও এয়ারপোর্টের দূরত্ব যথাক্রমে ৫০ মিনিট এবং ৪০ মিনিটের যাত্রপথ। হাসপাতালের জন্য প্রস্থাবিত জায়গা এশিয়ান হাইওয়ের মাধ্যমে সংযুক্ত হওয়ায় খুব সহজেই পার্শ্ববর্তী জেলার এবং পার্শ্ববতী দেশের মানুষজন এখনে আসতে পারবে। হাসপাতেলর জন্য প্রস্তবিত জায়গা হতে তিস্তাব্যারেজ প্রকল্পের দূরত্ব মাত্র ৩৮ কি. মি: ফলে তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকার মানূষও সহজেই পঞ্চগড় হতে চিকিৎসাসেবা নিতে সক্ষম হবে।পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিপুল সংখ্যক মানুষ প্রতিবছর চিকিৎসাসেবা গ্রহণের জন্য ভারত গমন করেন। কারণ রংপুর বা দিনাজপুর এর দূরত্ব বিবেচনায় ভারত তাদের কাছে নিকটবর্তী হওয়ায় এসব দোশের মানুষ সহজেই পঞ্চগড়ে এসে চিকিৎসা সেবা নিতে পারবে। এতে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব হব।
প্রধান উপদেষ্টা ইউনুস মহোদয়ের নিকট অবহেলিত পঞ্চগড় জেলার দেবীগঞ্জবাসীর প্রানের দাবী চীন সরকারের আর্থিক সহায়তায় ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দেবীগঞ্জ উপজেলায় স্থাপন করে দেবীগঞ্জ উপজেলা সহ অত্র অঞ্চলের অবহেলিত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করনের।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত