নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ডিজেল ও কেরোসিন ১০৪ টাকা, পেট্রোল ১২১ টাকা ও অকটেন ১২৫ টাকায় বিক্রি হবে।
১ মে থেকে নতুন দাম কর্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।