
লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু সরকারি মডেল (ডিগ্রি) কলেজে নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
২৭ এপ্রিল, ২০২৫ রবিবার রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার লংগদু সরকারী মডেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মোঃ বজলুল করিম। কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান উপলক্ষে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফী, জেলা প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ নবী হোসেন, কলেজ সভাপতিসহ উপজেলা এবং কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।
অধ্যাপক মোঃ বজলুর রহমান ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অধ্যায়ন শেষ করে ১৯৯৬ সালে রাঙ্গামাটি সরকারী কলেজে ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। অত্র কলেজে যোগদানের পুর্ব পর্যন্ত তিনি রাঙ্গামটি সরকারী কলেজে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
Like this:
Like Loading...
Related