ক্রীড়া ডেস্ক:
দাপটের সঙ্গে দিন শুরু করলেও শেষবেলায় আর তা ধরে রাখতে জিম্বাবুয়ে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ৬০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
দলটির দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেনের ব্যাটে সমান ২১ রান করে আসে। তবে তিন এবং চারে নেমে ফিফটির দেখা পান যথাক্রমে নিক ওয়েলচ (৫৪) এবং শন উইলিয়ামস (৬৭)। এর মধ্যে উইলিয়ামসে তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখান স্পিনার নাঈম হাসান।
৫৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্রথমে মাঠ ছাড়েন ওয়েলচ। প্রথম আবার ব্যাটিংয়ে ফিরলেও নিজের খাতায় আর এক রানও যোগ করতে পারেননি তিনি।
শেষ সেশনে দুর্দান্ত বোলিং করেছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। দুইজনের ঘূর্ণিতে ১৭৭/২ থেকে ২১৭/৯-এর দলে পরিণত হলো জিম্বাবুয়ে। এরপর শেষ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১০ রান যোগ করে ২২৭ রানে প্রথম দিন শেষ করল তারা।
জিম্বাবুয়ে মাত্র ৪০ রানের ব্যবধানে সর্বশেষ ৭ উইকেট হারিয়েছে। দলটির ব্যাটিংয়ে ধস নামানোর শুরুটা করেছিলেন চট্টগ্রামেরই ছেলে নাঈম। টানা দুই ওভারে দুই উইকেট নেন এই অফ স্পিনার। একটি জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের, আরেকটি জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান করা শন উইলিয়ামসের।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড