প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৬:২৯ পূর্বাহ্ণ
পাবনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার,তথ্যের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনের দায়,এক লক্ষ টাকা জরিমানা এক মাসের কারাদন্ড।
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি:
পাবনার জেলার, বেড়া উপজেলার আমিনপুর থানার বালু মহল থেকে এই জরিমানা করা হয়। গত ২৬ শে এপ্রিল, রোজ শনিবার রাতে,বেড়া উপজেলা নির্হাহী কর্মকর্তা, জনাব
মো: রশেদুল আলম কর্তৃক অবৈধ বালু মহল থেকে বালু,উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে আমিনপুর দক্ষিণপাড়া মাঠ পয়েন্ট হতে। মোঃ তরিকুল ইসলাম (রতন), পিতা, মৃত্যু মজিবর উদ্দিন মৃধা, সাং চকভরিয়া থান,আমিনপুর, বেড়া কে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালে ১৫/১ ধারা মোতাবেক নগদ ১.০০.০০০(এক লক্ষ টাকা)জরিমানা অনাদায়ে ০২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। একই ধারা ও আইন মোতাবেক কাজীর হাট মাঠ ক্যানাল পয়েন্ট হতে, ফরিদুল ইসলাম, পিতা, মোহাম্মদ আবু বক্কর, সাগোয়ামারী কালীহাতী টাঙ্গাইল ১ (এক মাসের) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছারা ২টি ভেকু ও তিনটি ট্রাক জব্দ করা হয়।।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত