ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে মহাশশ্মানের নির্মাণাধীন মন্দির ভাংচুর ও জায়গা দখল করে গরু হাট নির্মাণ করার অভিযোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছেন সনাতন ধর্ম্মাবলম্বীরা। রোববার উপজেলা সদরের ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে মুক্তিযোদ্ধা চত্তরের মোড়ে ওই বিক্ষোভ মানববন্ধন অবরোধ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা জানায়, দু’শ বছরের পুরাতন মহাশশ্মানের জায়গা জমি দখলের উদ্দেশ্যে সরকারের দেয়া এলজিইজির দপ্তরের আওতায় জিএসআইডিপি-২ প্রকল্পের উন্নয়ন কাজের জন্য ৩লাখ ৩৯ টাকা বরাদ্দে শশ্মানে মন্দির নির্মাণ কাজ করছিলো মের্সাস এমএ এন্টার প্রাইজ। ওই মন্দির নির্মাণ কাজের ফিলার গুলো ভেকু দিয়ে ভেঙে মাটির নিচে ফেলে দেয়। এতে স্থানীয় শশ্মান কমিটির লোকজন প্রতিবাদ করলেও তা আমলে নেয়া হয়নি প্রশাসন।
পরে শম্মান কমিটির লোকজন উপজেলার সনাতন ধর্ম্মাবলম্বী নেতাদের সাথে কথা বলে ঘটনার বিচার দাবী করে ইউএনও এরশাদুল আহমেদের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল শেষে ২ ঘন্টা ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ করে, মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, উচাখিলা শশ্মান কমিটির সভাপতি, পরেশ চন্দ্র সাহা, উপজেলা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটন, ঈশ^রগঞ্জ শশ্মান কমিটির সাধারণ সম্পাদক পিন্টু চৌধূরী, রাজিবপুর পুজা উযাপন কমিটির সভাপতি রনি সাহা প্রমুখ। পরে সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসাইন, ওসি ওবায়েদুর রহমানের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
শশ্মানের নির্মাণাধীন মন্দির ভাংচুর করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, প্রশাসনের উদ্যোগে রাজস্ব তহবিল থেকে উচাখিলা গরু হাটের মাটি ভরাটের কাজ করছিলো। এসময় ভেকু চালক কি কারণে এ কাজটি করেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড