আমিনপুন থানা রির্পোটারঃ
পাবনা জেলা আমিনপুর থানাধীন বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে ৪.২০ সময় কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরী এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
স্থানীয়রা জানায় ,বাইক চালক দ্রুত গতিতে এলোমেলো সাইক্লিং করছিল এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষে হয়। স্থানীয়রা উদ্ধার করে কাশিনাথপুর ক্রিসেন হাসপাতালে নেওয়ার পথে ২ জন নিহত হয়।
নিহত আসাদ (১৬) সে ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মোঃ করিম মাস্টারের ছেলে। আসাদ কাশীনাথপুর বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। অপর জন জুবায়ের হোসেন (১৫) সে আতাইকুলা থানার বনগ্রাম বামনডাঙ্গা গ্রামের মোঃ দেলোয়ারের হোসেন ছেলে। এ বিষয়ে আমিনপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ নুরুস সালাম সিদ্দিক জানান,আজ বিকেলে আমিনপুর থানা কাশিনাথপুর-কাজিরহাট সড়কের সিন্দুরী এলাকায় মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে ২ জন মৃত্যু বরণ করেন। এ বিষয়ে করো কোনো অভিযোগ এখনো পাইনি তবে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড