নিউজ ডেস্ক:
গত বছর জানিয়েছিলেন তার লিঙ্গ পরিবর্তন করার কথা। সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া এখন পুরুষ থেকে মহিলা। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের ‘হেড অফ ক্রিকেট’ সঞ্জয়। তার কন্যা অনয়া জানালেন লিঙ্গ পরিবর্তনের পর তাকে ঠিক কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।
বেশ কয়েক জন ক্রিকেটার তাদের নগ্ন ছবি পাঠাতেন অনয়াকে। এমনকি এক জন প্রাক্তন ক্রিকেটার যৌন সম্পর্কের প্রস্তাবও দেন। ‘জেন্টলম্যানস গেম’ বলা হয় ক্রিকেটকে। সেই ‘জেন্টলম্যান’-দে ‘অভদ্র’ আচরণের কথা জানিয়েছেন অনয়া।
‘দ্য লালনটপ’ ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেন, “আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনই অনেক হেনস্থার শিকারও হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাতো। এক জন সকলের সামনে গালিও দিয়েছিলেন। সেই তিনিই আবার আমার পাশে বসে আমার সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলেন।”
কাজের সূত্রে বেশির ভাগ সময় ইংল্যান্ডে থাকেন অনয়া। মাঝে ভারতে এসেছিলেন। সেই অভিজ্ঞতা খুব মধুর ছিল না তার জন্য। অনয়া বলেন, “ভারতে গিয়েছিলাম কিছু দিন আগে। এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, গাড়ির মধ্যে চল, তোমার সঙ্গে শুতে চাই।”
অনয়ার স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হবেন। খেলা শুরুও করেছিলেন। কিন্তু লিঙ্গ পরিবর্তন করার পর জাতীয় দলে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে সঞ্জয় বাঙ্গারের সন্তানের। অনয়া জানিয়েছেন কী ভাবে পুরুষ থেকে নারী হয়ে ওঠার কথা ভেবেছিলেন তিনি। বলেন, “আমার যখন আট-ন’বছর বয়স, তখন মায়ের আলমারি থেকে টেনে টেনে ওঁর পোশাকগুলো বার করতাম। সেগুলো পরতে চাইতাম। পরতামও। তারপর আয়নায় নিজেকে দেখতাম। মনে মনে বলতাম, “আমি মেয়ে। আমি মেয়ে হতে চাই।” যদিও সেই সময় লিঙ্গ পরিবর্তন করাতে পারেননি। আইনি কারণেই সেটা সম্ভব হয়নি। ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন অনয়া।
পুরুষ হিসাবে ক্রিকেট খেলার সময় মুশির খান, সরফরাজ় খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে খেলেছিলেন তিনি। অনয়া বলেন, “আমি যে মনে মনে নারী হতে চাই, সেটা কাউকে বলতাম না। আমার বাবা পরিচিত মুখ। সেই কারণেই বলতাম না। ক্রিকেট দুনিয়ায় কোনও নিরাপত্তা নেই। বিষাক্ত পুরুষে ভরা।”
বাঙ্গার ভারতীয় দলে খেলেছেন। পরে ভারতের কোচের দায়িত্বও সামলেছেন। এখন আইপিএলে পঞ্জাব কিংসের হেড অফ ক্রিকেট। তার সন্তান ২৩ বছরের আরিয়ান ছোট থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এই বাঁহাতি ব্যাটার।
এখন ম্যাঞ্চেস্টারে থাকেন অনয়া। ২০২১ সালে তিনি সিদ্ধান্ত নেন, লিঙ্গ পরিবর্তন করাবেন। সেই মতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ হয়। ১০ মাস ধরে সেই প্রক্রিয়া চলেছে। গত বছর নভেম্বরে সেই সময়ের কথা সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন অনয়া। সেই ভিডিয়োয় তার খেলার ছবি ছিল। পাশাপাশি ২০১৬ সালে বিরাট কোহলি ও ২০১৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তোলা ছবিও ছিল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ক্রিকেটার হওয়ার স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেক চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড