সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের গ্রামসোনাইয়ে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধের জেরে হামলা ভাংচুর মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, গত রবিবার রাত ১০ টার দিকে সাইফুল ইসলাম (নান্ডু) ’র বসত বাড়ীর জায়গা দখল করে সাবমারসিবল পাম্প স্থাপনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ সময় দূর্বৃত্তরা বসত বাড়ীতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে মারপিট করলে মৃত. মফজেল আলী সেখের ছেলে সাইফুল ইসলাম (নান্ডু) সহ তার স্ত্রী জরিনা খাতুন (৫৫) ও ছেলে লালচাঁন সেখ (৪০)। মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে লালচাঁন সেখের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। দূর্বৃত্তরা বাড়ীর আসবাবপত্র ভাংচুর, গরু বিক্রির নগদ ২ লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড