প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে চাচাকে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের লিডার ভাতিজার
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার দজবালী গ্রামে ভাতিজা সাহেল আহমদ ছোট ভাইয়ের স্ত্রী সুমি ইসলাম এর হাতে চাচা মাহফুজুর রহমান (মোবারক মিয়া ৬২) গুরুতর আহত হয়েছেন।
গতকাল মৌলভীবাজার সদরের দজবালী গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোবারক মিয়া ও সামছু মিয়ার উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ চলছিল৷ গতকাল সকালে মোবারক মিয়া বাড়ীতে গেলে পূর্ব পরিকল্পনা মাফিক ছোট ভাই ও তার স্ত্রী উনাকে উপর্যুপরি হত্যার উদ্দেশ্য মাটিতে ফেলে হামলা চালায়। পরে হামলায় আহত মোবারক মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়৷ অবস্থার বেগতিক হওয়ায় চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরো অবনতি হয়। পরে ফের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান- প্রবাসী শামসুল ইসলামের ছেলে সাহেল আহমদ এলাকার কিশোর গ্যাংয়ের লিডার বলে পরিচিত। কয়েকমাস পূর্বে সে তার বন্ধুকে একইভাবে হামলা করতে গিয়ে আহত হয়৷ সে এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। মোবারক মিয়ার ছেলে প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ জানান-আমার ৬২ বছর বয়সী বৃদ্ধ বাবার উপর তাদের পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা জানাই৷
এ নিয়ে এলাকার সাধারণ জনগণের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে থানায় মামলা হয়েছে ,পুলিশ আসামী ধরার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে .।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত