1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টংগীবাড়ীতে গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩ সৌদি আরবে গ্রেপ্তার ১৯ হাজারের বেশি প্রবাসী শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে সরাইল উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে দুইটি ঘর পুড়ে ছাই মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক কিশোরগঞ্জে ভিসা প্রতারক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের সফরে আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরের শুরুতে বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবেন নিকোল চুলিক। এরপর পৃথক ফ্লাইটে এন্ড্রু হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরের প্রথম দিন মার্কিন প্রতিনিধিরা ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকে বসবেন তারা। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সঙ্গেও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

পরদিন, সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রতিনিধিদলের বৈঠক নির্ধারিত রয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে সরকারের হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চাওয়া হলেও সেটি এখনো নিশ্চিত নয়। তবে সফরের একপর্যায়ে প্রতিনিধিদল সরকারের শীর্ষপর্যায়ের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এই সফর ঘিরে কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ কয়েকটি ইস্যু। বাংলাদেশ চাইবে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় পণ্যের শুল্ক সুবিধা, অন্তর্বর্তী সরকারের সংস্কার অগ্রগতির স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক সহায়তা। অপরদিকে, যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে মিয়ানমার সংকট, রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসী প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ।

বিশেষ করে, ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টা ইউনূসের সাম্প্রতিক চীন সফর নিয়েও ওয়াশিংটন ঢাকার কাছে ব্যাখ্যা চেয়েছে—এর জবাবও বাংলাদেশ দিয়েছে।

একজন দায়িত্বশীল কূটনীতিক জানিয়েছেন, সফরের অন্যতম বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত অর্থ কমাতে পারে—এমন একটি বার্তা নিয়ে আসছেন প্রতিনিধিদল। সেইসঙ্গে মিয়ানমারের আসন্ন নির্বাচনেও বাংলাদেশের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট