দামুড়হুদা প্রতিনিধিঃ
আনন্দ-উচ্ছাস আর বর্ণিল ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র্যালিসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর ৮৯ নং নতুন বাস্তপুর সরকারী প্রাঃ বিদ্যালয় এর আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা নববর্ষ-১৪৩২` উদযাপিত হয়েছে।
বাংলা নববর্ষ উদযাপন দিবস টি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভা যাত্রার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯:৩০ ঘটিকায় ৮৯ নং নতুন বাস্তপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে বাঙালির প্রাণের উদ্যোগে নতুন বাবাস্তপুর স্কুল প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র্যালী বের হয়ে গ্রামের মধৌ প্রদক্ষিণ করে এসে নতুন বাস্তপুর স্কুলের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয় ।
এর আগে নতুন বাস্তপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষকগণের উদ্যোগে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য, রাখি বন্ধন, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ মতিয়ার রহমান প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) জেসমিন খাতুন, সহঃ শিঃ মোছাঃ শারমিন আক্তার, সহঃ শিঃ মোঃ ইসমাইল হোসেন সহকারী শিক্ষক।
এ'সময় আরো উপস্থিত ছিলেন গ্রামের গণ্য মান্য ব্যাক্তিবর্গগণ। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। তারা বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানি সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।
দিবসটি বাঙালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মৈত্রী, সম্পপ্রীতি, চেতনার জাগরণ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবন চলার প্রত্যাশায় পালিত হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড