ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে গণফোরামের উপজেলা শাখার কমিটি কঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করে গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা গণফোরামের সভাপতি এ্যাডভোকেট আনছার খান। গণফোরামের কেন্দ্রীয় সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মুজিবুল হককে আহ্বায়ক ও রাজনীতিবীদ ও ব্যবসায়ী মোঃআপ্তাব মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণার পূর্বে সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট আনছার খান বলেন, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটি গ্রহনযোগ্যকথা আছে সাংবাদিকরা হচ্ছে চেতনার বাতিঘর। আমাদের দেশে সাংবাদিকদের সঠিক জ্ঞানের চর্চা করার সুযোগ দেয়া হয় না। নানা বাধা বিপত্তি দিয়ে সাংবাদিকদের মূখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়। রাষ্ট্রীয়,রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে নানা দিক দিয়ে সাংবাদিকতার যে চেতনা তার মানটাকে নষ্ট করে দেয়া হয়। আমরা মনে করি গণয়োরাম মনে করে আমাদের চেতনার বাতিঘর সাংবাদিকরা যদি সচেতন না হয় তারা যদি তাদের কলম দেশের জনগণের পক্ষে ও দেশের প্রকৃত রাজনীতির জন্য ধারণ না করে তাহলে দেশে পরিবর্তন ও সঠিক সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস, কেন্দ্রীয় সদস্য ও নবীগঞ্জ উপজেলার আহ্বায়ক হাফিজ এম সাইফুর রহমান, কেন্দ্রীয় কণফোরামের সদস্য ও ওসমানীনগর উপজেলার আহ্বায়ক এ্যাডবোকেট মুজিবুল হক, সিলেট জেলা গণফোরামের সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক তরিকুল ইসলাম ও গণফোরামের নবগঠিত ওসমানীনগর উপজেলার শাখার আহ্বায়ক মোঃআপ্তাব মিয়া।
নবগঠিত ওসমানীন উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, কাজী জয়নুল, নির্মল চন্দ্র ধর, আলতা মিয়া, নূর উদ্দীন, ছুরোক মিয়া, সাইদুর রহমান, মোছাদ্দিক আলী, ময়না চন্দ্র নাথ, আক্তার হেসেন, দেওয়ান মো: সেলিম, সুরুজ মিয়া, আয়ুব আলী, শহিদ আলী, মো: একবার মিয়া, রুহুল আমিন খান, মো: শাহেদ আহমদ,আমির হোসেন, তরিকুল ইসলাম, মো: কদর আলী, সুহেল আহমদ, বকুল চন্দ্র দাস, আনোয়ার আলী, মোছা: জেবা বেগম, মোছা: ছালেহা আক্তার, আলী হোসেন, জয়নাল আহমদ, ধরীন্দ্র চন্দ্র নাথ, আব্দুল মতিন, শানুর আলী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড