মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর প্রতিনিধি:
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে Youthnet Global,Step Up 4 Tomorrow, National Youth Forum. এর সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক তরুণ-তরুণী একত্রিত হয়ে জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের দাবি তুলে ধরেন। মিছিলটি বীরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে বিজয় চত্তর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ইয়ুথ নেট গ্লোবাল এর জেলা সমন্বয়ক জিলহজ্ব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আল মামুন। বীরগঞ্জ রোভার স্কাউটস এর সম্পাদক ইয়াকুব আলী। এডভোকেট চাঁন মিয়া, বিএসএসকেপি সভাপতি মোঃ ওমর ফারুক।
ইয়ুথ নেট গ্লোবাল জেলা সমন্বয়ক জিলহজ্জ সরকার বলেন আজকের এই মিছিল আমাদের ভবিষ্যতের জন্য এক শক্তিশালী প্রতিবাদ। জলবায়ু পরিবর্তন আমাদের কৃষি, পরিবেশ এবং জীবনযাত্রার ওপর এক গভীর প্রভাব ফেলছে। দিনাজপুরে এর প্রভাব স্পষ্ট, খরা, বন্যা এবং আবহাওয়ার অস্থিরতা আমাদের কৃষকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই বিশ্ব জলবায়ু ধর্মঘট আমাদের সচেতনতা গড়ে তুলতে এবং পরিবেশ রক্ষায় সক
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড