ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জে রায়গঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের এক সপ্তাহের মধ্যে আবারও চালু হয়েছে ৩ টি অবৈধ ইটভাটা । সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের তথ্য সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়,প্রথম দফায় রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে অবস্থিত জেনিন ব্রিকস(১৭/০২/২৫), ২য় দফায় একই উপজেলার পাইকড়া গ্রামে অবস্থিত পিংকি ব্রিকস(১০/০৩/২৫), ৩য় দফায় কয়ড়ার মামা ভাগ্নে(১২/০৩/২৫) ব্রিকসের চিমনী ও আংশিক কিলন ভেঙে দেয়।সম্প্রতি হাইকোর্টের নির্দেশনায় প্রশাসনের অভিযানে ৩ টি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়। এ সকল ভাটায় কিলন চিমনি নতুন করে তৈরি করে ইট প্রস্তুত করছে মালিকরা । পরিবেশ বাদীদের দায়ের করা রিটে অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলার জন্য জেলাপ্রশাসকে আদেশ দেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ।
সিরাজগঞ্জ প্রশাসন পরিবেশ অধিদপ্তর উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়। উল্লেখ রায়গঞ্জ উপজেলায় ৫৯ টি ইটভাটার মধ্যে ৩৭ অবৈধ হলেও তৃতীয় দফায় ১৫ টি ইটভাটায় অভিযান পরিচালীত হয়েছে। তিন দফায় অভিযান শেষ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তর। সচেতন মহল প্রশ্ন তুলছে কেন অবৈধ ইটভাটা ভাঙ্গার পর আবারও তা চালু হলো।
পিংকি ব্রিকসের মালিক প্রবীর কুমার সাহার কাছে পুনঃরায় চিমনী নির্মাণ করে ভাটা চালুর জন্য কি অনুমতি দিয়েছে,এমন প্রশ্নের জবাবে মুঠোফোনে বলেন, সবাই করছে তাই আমিও আবার চালু করছি। পুনরায় ইটভাটা চালুর বিষয়ে মামা ভাগ্নে ব্রিকসের মালিক গোলাম মোস্তফা বলেন, অনুমতি তো পাওয়া যায় না। চালু না করে উপায় কি।
সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম মুঠোফোনে বলেন, তিনটি ইটভাটার চিমনি ভাঙ্গার পর চালানো কোন বিধান বা অনুমতি অধিদপ্তর দিতে পারে না। জেলা প্রাশাসককে অবগত করে অবৈধ ইটভাটা গুলো পরির্দশন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড