আতাউর শাহ্,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীররা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল ক্লাস চলাকালে ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করতেন। অশালীন ও অশোভন আচরণ, তাদের শরীর স্পর্শ এবং শারীরিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই ব্যাপারে প্রধান শিক্ষক্ষকে বলা হলেও তার আচরণ পরিবর্তন করেননি। আমরা এজন্য দ্রুত ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবি করছি।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, এ বিদ্যালয়টি উপজেলার ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়। প্রধান শিক্ষকের এমন কর্মকান্ডের বিষয়ে প্রশাসনকে বারবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এতে বিদ্যালয়টির সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আমরা একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করি না। অনতিবিলম্বে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।\
এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড