প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৪:২৪ পূর্বাহ্ণ
ইজরায়েল কতৃক গাজায় গণহত্যা বন্ধের দাবিতে গাজীপুর সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
সোমবার ৭ (এপ্রিল) গাজীপুর সদর উপজেলা হোতাপাড়া বাসস্ট্যান্ডে সকাল দশটায় ছাত্র-তৌহিদী জনতা ও গাজীপুর সাংবাদিক পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলে নাজমুল হাসান সাকিবের সঞ্চালনায়- সভাপতিত্ব করেন এ কে এম আব্দুর রহমান, সুপার মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে ছিলেন গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আজ বেদনা নিয়ে বলতে হচ্ছে দু’শো কোটি মুসলমান ঘুমিয়ে আছে,ঘুমিয়ে আছে মুসলিম বিশ্ব, ঘুমিয়ে আছে সৌদি আরব, মিশর,জর্ডান ও কাতারের মতো দেশ। ঠিক সেই সময় ঘুমিয়ে পড়েছে যখন একুশ শতকের ফেরাউন নেতানিয়াহু মারণাস্ত্র দিয়ে পাখির মতো হত্যা করছে গাজার শিশু,নারী,বৃদ্ধা ও যুবকদের।
এখন গাজা বলতে আর কিছু নেই। রক্তের বন্যায় ভাসছে গাজা। গাজা, রাফাহ হয়ে গেছে আরেক কারবালা। সবাই তাকিয়ে আছে ইমাম মাহদীর দিকে, ঈসা (আঃ) এর দিকে, আবাবিলের দিকে। অথচ মহান আল্লাহ্ তায়ালা নির্দেশ দিয়েছেন নারী ও শিশু আক্রান্ত হলে জিহাদে অবতীর্ণ হতে। লড়াই জারি রাখতে। আমাদের সময় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সুন্নাহ্ অনুসরণের। বীর সালাহউদ্দিন আইয়ুবী হয়ে ওঠার,সময় এসেছে মহাবীর ওমর হয়ে উঠার।
আরো বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের, মাওলানা রহমতুল্লাহ। স্থানীয় সাবেক মেম্বার আলফাজ উদ্দিন। হোতাপাড়া বাজার ব্যবসায়ি কমিটির সাবেক সভাপতি, আব্দুল বাতেন মোল্লা।যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ (কেন্দ্রীয় কমিটি) ও প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমির প্রধান শিক্ষক, নাহিয়ান আশরাফ নিলয়। ও মুসা আল আশারি। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ভাওয়াল ইউনাইটেড সোসাইটির আহ্বায়ক" রিফাত ব্যাপারী। স্বজল, সুজন, তুহিন, সৌরভ সহ সকল সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, কামাল হোসেন। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক, আমির হাসান রিপন।
গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদ তার বক্তব্যে বলেন, আমাদের জায়গা থেকে ইসরাইলকে আমরা ঘৃণা করি। ইসরাইলের একটি পণ্যও আমরা ক্রয় করবো না। আমাদের ক্রয়কৃত কোন পণ্যের লাভ্যাংশ যেন জালিম ইসরাইল ভোগ করতে না পারে। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক পরিষদের সেক্রেটারি মেহেদী হাসান সবুজ। সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ আরো অনেক ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় মুসুল্লিরা। এসময় প্ল্যাকার্ডে ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী-ইসলামী আন্দোলন গাজীপুর সদর ও খেলাফত মজলিসের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন এতে ইসলামী সমমনা জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত