আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে পদাগন্জ ঈদগাঁ মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুলিশের উপস্থিতে ভিত্তি দিলেন ঈদগাঁ মাঠ কমিটির সভাপতি মোঃ আব্দস ছাদেক, এ সময় সাধারণ সম্পাদক সাজু মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা লাবলু মিয়া সহ ৯০ ভাগ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
বিবরনে প্রকাশ, উক্ত এলাকার ইব্রাহিম সরকার জীবিত থাকাকালীন সময়েপ ঈদগাঁ মাঠ সরকার নামীয় ২৭ শতাং জমি ওয়ার্কফ দলিল সম্পাদন করেদেন। বিগত সময়ে ঈদগাঁ মাঠ কমিটি খোড়াগাছ পশ্চিমপাড়া বালুয়াপাড়া গ্রামের আব্দুল মান্নান এর পুত্র ফারুক হোসেনকে অস্থায়ীভাবে স মিল ও দোকান করার অনুমতিদেন। এর ফলে আরও ৫ শতাংশ জমি বিগত আওয়ামীলীগ সরকারের শাসন আমলে দখল করেন। যার মৌজা -খোড়াগাছ উত্তরপাড়া, জেএলনং ০১,আরএস খতিয়ান নং ০৩,আর এস দাগনং ৫৮৭০। ঈদগাঁ মাঠ কমিটি মাঠের জায়গা ছেড়ে দেয়ার জন্য উক্ত স মিলের মালিক কে বারংবার নোটিশ দেয়ার পরেও ফারুক হোসেন তা গুরুত্ব দেননি উল্টো ঈদগাঁ মাঠ কমিটিকে হুমকি দিয়েছেন বলে প্রত্যাক্ষ দর্শিরা জানান।এ ব্যাপারে পদাগন্জ ঈদগাঁ মাঠ কমিটি গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে রংপুর জেলা প্রশাসক, ইউএনও মিঠাপুকুর, সহকারী কমিশনার (ভুমি) ইউনিয়ন তহশিলদারকে দরখাস্ত দিয়ে অবগত করেছেন। আজ ২রা এপ্রিল ২০২৫ বুধবার সকালে পুলিশের উপস্থিতে অবৈধ স্থাপনা ফেঙ্গেদেন ঈদগাঁ মাঠ কমিটি ও মুসল্লিগণ। উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে যে কোন সময়ে উভয় পক্ষে রক্তক্ষীয় সংঘর্ষ হতে পারে বলে এলাকার অভিক্ষমহল এ প্রতিবেদককে জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড