আব্দুল লতিফ,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট দানবীর জনাব হাজী ইকবাল হোসেন শামীম পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত প্রায় সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকাসহ মহিলাদের জন্য শাড়ী কাপড় এবং পুরুষদের জন্য লুঙ্গি-পাঞ্জাবী বিতরণ করেন। ২৮ মার্চ, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার ফোর্ডনগর বিইআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চ তৈরি করে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল পর্যন্ত উপস্থিত অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলে। মঞ্চের শোভা বর্ধন করছিল মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক জনাব আফরোজা খান রিতার বড় ছবি সম্বলিত একটি আকর্ষণীয় ব্যানার। জনাব হাজী ইকবাল হোসেন শামীম এর গর্ভধারিনী মা জনাব দেলোয়ারা খাতুন এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। জনাব আফরোজা খান রিতার সৌজন্যে ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উল্লেখ করে জনাব দেলোয়ারা খাতুন তাঁর উদ্বোধনী বক্তব্য রাখেন। বিগত দিনে এই বিতরণ কার্যক্রম নিজ ইউনিয়নের দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এবছর ভিন্ন চিত্র দৃষ্টি আকর্ষণ করে। অনেক অসহায় পরিবার দূর দূরান্ত থেকে সংবাদ পেয়ে সকাল থেকেই মাঠে ভীড় জমাতে শুরু করে এবং উপহার সামগ্রী হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। পার্শ্ববর্তী উপজেলা সাভার এলাকায় বসবাসরত উত্তর বঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন- পাবনা, দিনাজপুর, নওগাঁ ও ঠাকুরগাঁও জেলার অসহায় লোকজনের উপস্থিতি চোখে পড়ে। মুসলিম সম্প্রদায়ের বাহিরে শাখা-সিদুর পড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মহিলাদের উপহার সামগ্রী গ্রহণ করতে দেখা যায়। অসহায় পরিবারগুলো ঈদের উপহার সামগ্রী হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা আনন্দে আত্মাহারা হয়ে পড়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনাব হাজী ইকবাল হোসেন শামীম জানান, এলাকার জনগণ চাইলে এবং মহান রাব্বুল আলামিন ভাগ্যে রাখলে জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থেকে সেবা করবো, ইনশাআল্লাহ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড