কোম্পানিগঞ্জ (নোয়াখালী)প্রতিনিধি :
কোম্পানিগঞ্জে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক আবদুল আউয়াল (৪০) অভিযোগ করেছেন, চরকাঁকড়া এলাকায় মো. ফারভেজ (৪৩) ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
সাংবাদিক আবদুল আউয়াল দৈনিক আলোকিত নিউজ কোম্পানিগঞ্জ এবং অনলাইন নিউজ পোর্টাল কনজিউমার কোম্পানিগঞ্জ-এর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি জানান, স্বর্ণ আত্মসাৎ সংক্রান্ত একটি বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি অভিযুক্ত ফারভেজের সঙ্গে যোগাযোগ করেন। তখন ফারভেজ উত্তেজিত হয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন।
পরে ফারভেজসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে তাদেরও আক্রমণ করা হয়। হামলার একপর্যায়ে ফারভেজ লোহার রড দিয়ে হোসেন নামে এক ব্যক্তির কপালে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে সেলাই দিতে হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কোম্পানিগঞ্জ বসুরহাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড