আতাউর শাহ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ মেডিকেল কলেজে বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নওগাঁ সরকারি মেডিকেল কলেজ প্রাঙ্গন হইতে মুক্তির মোড় শহীদ মিনার পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।
উক্ত মানববন্ধনে ২ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তির মোড় শহীদ মিনারে গিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক নওগাঁ সরকারি মেডিকেল কলেজ বাতিল না করে পূর্ণবহাল রাখার দাবি করেন এবং স্বাস্থ্য খাতের অসঙ্গতি দূরীকরণে নায্য দাবী আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এবং অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, "প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না" "নওগাঁবাসী এক হও, মেডিকেলের শত্রুদের রুখে দাও" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজ শাখার ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডাঃ কেফাইয়েতুর রহমান, মেডিকেল কলেজ শাখা নওগাঁ সাধারণ সম্পাদক ডাঃ সামান্থা ইসলাম, মেডিকেল কলেজ শাখা নওগাঁ, সাংগঠনিক ডাঃ মারুফ আহমেদ, মেডিকেল কলেজ শাখা নওগাঁ, সদস্য ডাক্তার বকুল রায়, সদস্য ডাঃ মারুক বিল্লাহ প্রমুখ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড