দেলোয়ার হুসাইন,খুলনা প্রতিনিধি:
খুলনায় বাসের ধাক্কায় শাহীন শেখ নামে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিহত শাহিন লবণচরা থানাধীন বুখারিয়াপাড়া জনৈক মোসলেম শেখের ছেলে। পুলিশ গাড়িটিকে আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, বিকেল পৌনে ৪ টার দিকে ধানসিড়ি পরিবহনের ব্যানারে তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল হলে খুলনার দিকে আসছিল। খানজাহান আলী সেতু পার হয়ে পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়।
এছাড়া ওই পরিবহনের আঘাতে অপর একজন মোটরসাইকেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গাড়িটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড