প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে ধর্ষণের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
ধর্ষণের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (NCP) ও স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা শেখ জিহাদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথা সাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, বিশিষ্ট পরিবেশবিদ ও কলামিস্ট সাঈদ চৌধুরী, মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ হাসান মুন্সী, ভবানীপুর মডেল একাডেমির পরিচালক মেহেদী হাসান, ফাহিম ফয়সাল,জাতীয় নাগরিক পার্টির গাজীপুর সদর উপজেলা নেতা মেহেদী হাসান মিঠুন, আজহারুল ইসলাম আশিক ও রনি আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। গত দু মাসে ধর্ষিত হয়েছে ৯৪ জন নারী। নির্যাতিত হয়েছে ২৯৬ জন। এটি অশনী সংকেত। এ থেকে উত্তরণের জন্য অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাগরণ ঘটাতে হবে জনমানুষের।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত