ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে শনিবার ০৮/০৩/'২৫ তারিখ সকালে অবৈধ ড্রেজার বালু ব্যবসার দ্বন্দের জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন ২ ভাই নিহত ও আরো ৭/৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন আপন দুই ভাই সাইফুল সরদার (২৭) ও আতাবুর সরদার অলিল (৪৫)।
ঘটনার বিবরণে জানা গেছে- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন মোঃ শাজাহান খান গং ও সাইফুল সরদার এর লোকজন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বেলা ১১ টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এসময় সাইফুল সরদার ও তার ভাই অলিল সরদারকে শাহজাহান খান ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত ও আরো অন্ততঃ ৭/৮ জনের মতো আহত হয় । আহতদেরকে তাদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার খবর সেনাবাহিনী ও পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতের খবরে সেখানকার বেশ কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বাকী অপরাধীরা গা-ঢাকা দিলেও তাদের গ্রেফতার করে দ্রুতই আইনের আওতায় আনা হবে। উক্ত ঘটনায় সেখানে এখন চরম থমথমে পরিবেশ বিরাজ করছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড