ক্রাইম রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বিষয় টি নিশ্চিত করে বলেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।
বৃহস্পতিবার ৬ মার্চ সকাল ০৯.৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে, কামারখন্দ থানাধীন ভদ্রঘাট ইউনিয়নের অন্তর্গত কুটিরচর গ্রামস্থ মোঃ সোবহান (৭৫), পিতা-মৃত দারগা আলী শের এর দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ১৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করতে সক্ষম হয় ।
আটককৃতরা হলেন। মোঃ সেলিম রেজা(৩৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কুটিরচর মধ্যপাড়া ও ২। মোঃ আমিরুল ইসলাম(৩৩), পিতা-মোঃ শামসুল ইসলাম, সাং-কুটিরচর পূর্বপাড়া, উভয় থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।