পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে পবিত্র কুরআন তেলাওয়াতরত অবস্থায় এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তঃ জেলা চোরচক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁন বুধবার (৫ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুর সদর থানায় প্রেস বিজ্ঞপ্তি করেন। তিনি জানান মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক ৯:৩০ টায় বড় খলিশাখালী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মর্জিনা বেগম (৭০) বসত ঘরের মাঝের কক্ষে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একই গ্রামের সুলতান রহমান শেখের পুত্র মোঃ মিলন শেখ (৪০) ঘরে প্রবেশ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হঠাৎ আক্রমণে বৃদ্ধা হতভম্ব হয়ে চিৎকার শুরু করলে আসামী তার গলা চেপে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে আসামী বৃদ্ধার গলায় থাকা ০৫ আনা ওজনের লকেটসহ স্বর্ণের চেইন এবং ০৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের রিং ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
কানের রিং টান দিয়ে খুলে নেওয়ার সময় বৃদ্ধার ডান কানের লতি ছিঁড়ে মারাত্মক জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামী দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার দিনই পিরোজপুর সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহানের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামী মিলন শেখকে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার লুঙ্গির কোঁচ থেকে চোরাই লকেটসহ ০১টি স্বর্ণের চেইন এবং ০১জোড়া স্বর্ণের কানের রিং উদ্ধার করে জব্দ করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সোবাহান জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড