প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
মহিলা যুবলীগ নেত্রীর অবৈধ ইট ভাটা ১০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ প্রশাসনের
ইলিয়াস আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে ইট ভাটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলায় অবস্থিত আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে এ নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
জানা যায়, ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই এবং আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত। ইট ভাটার মালিক আলেয়া পারভীন বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, আ'লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১২-১৫ বছর ধরে স্কুলের পার্শ্বে ইট ভাটাটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। আমরা এবং স্কুল কতৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি।
তাঁরা আরও বলেন, শুধু এই একটি ইট ভাটা নয় আমাদের উপজেলায় আরও কিছু ইট ভাটা অনুমোদন নেই এবং সেগুলো বিদ্যালয় গুলোর কাছাকাছি অবস্থিত। আমরা চাই সেই ইট ভাটা গুলোও উপজেলা প্রশাসন দ্রুত ভেঙে ফেলবেন।
ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক বিশাল রহমান তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, আলেয়া পারভীন এর মত অনুনোমোদিত ও বিদ্যালয়ের পার্শ্বে যত গুলো ইট ভাটা আছে সবগুলোই এভাবে ভেঙে ফেলা প্রয়োজন। আশা করছি প্রশাসন সবগুলো ইট ভাটায় অভিযান চালিয়ে অনুনোমোদিত ইট ভাটা গুলো ভেঙে ফেলবেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে আজকে এ অভিযান চালানো হয়। এখানে এসে আমরা দেখতে পাই ইট ভাটাটিতে খড়ি জ্বালানো হয়, ইট ভাটাটি বিদ্যালয়ের কাছে এবং ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। আমরা প্রায় ২-৩ ঘন্টা ভেকু দিয়ে ইট ভাটাটি ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারিনি। তাই ইট ভাটার মালিক আলেয়া পারভীন কে ১০ দিনের সময় দিয়েছি ইট ভাটাটি ভেঙে ফেলার জন্য। উনি ১০ দিনের মধ্যে ভেঙে ফেলতে রাজি হয়ে মুচলেকায় স্বাক্ষর দিয়েছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত