1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অভিযোগ পাহাড়, শাস্তি শূন্য: পার্কন চৌধুরীর অপ্রতিরোধ্য শক্তি! জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিকভাবে ইইউর মিশন ঘোষণা তারেকের সঙ্গে সাক্ষাৎ করতে বানাতে হবে ‘রিল কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রংপুর বিভাগীয় কমিশনার ও ডিআইজি’র পুলিশ ও গভীর শ্রদ্ধা তালায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত নলকূপের গর্তে মৃত্যুফাঁদ, প্রশাসন বলছে ‘ইউডি হবে’ নান্দাইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত দক্ষিণ চট্টলার শুকছড়ি দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ নাছেরুল হক চিশ্তীর সভাপতিত্বে ভারতের মুর্শিদাবাদে বার্ষিক সভা দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্টিত

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ওসমানীনগরে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ী ছাড়া যুক্তরাজ্য প্রবাসীর পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

ওসমানীনগরে নিজ গ্রামের বাড়ীতে সন্ত্রাসীদের তান্ডবে নিজ বাড়ী-ঘরে বসবাস করতে না পেরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীরচর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারস্থ উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রবাসী আব্দুল হক ছানু মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে কালনীরচর গ্রামের বাসিন্দা খুবাইব আহমদ সিজুল জানান, শুক্রবার দিবাগত রাতে মসজিদের মাইকে ডাকাত আসার মিথ্যা ঘোষণা দিয়ে প্রবাসী আব্দুল হক ছানু মিয়ার বাড়ি লুট করেন, হত্যা ও ডাকাতি মামলার আসামী কালনীরচর গ্রামের জুনাইদ, আকাইদ মিয়া, খনকার মিয়া, শিবরুল আমিন, ইমন মিয়া ও রুমন মিয়া, ফাহিম আহমদ ধন মিয়া, মোবারক হোসেন মেন্দি মিয়া। এসময় তারা প্রবাসীর ঘর থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে ঘরের বিভিন্ন অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে প্রবাসী পরিবারের প্রাণ নাশের হুমকী দিয়ে যায়।
প্রবাসী আব্দুল হক ছানু মিয়া জানান, গত দুই মাস ধরে তার পরিবারসহ এক ছেলে নিয়ে যুক্তরাজ্য থেকে নিজ বাড়ী উত্তর কালনীরচর গ্রামে তার পৈর্তৃক বাড়ীতে উঠেন। কিন্তু দেশে আসার পর থেকে আওয়ামীলীগের সময়ে বিভিন্ন অপকর্মের সুবিধা নেয়া উল্লেখিত সন্ত্রাসী তাদের দলবল নিয়ে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কালনিরচর বাজারের মার্কেট আওয়ামীলীগ স্বৈরাচারী সরকারের সহযোগীতায় জবর দখল নেয়। উক্ত বিষয়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিক বার সালিশি বৈঠক করে বিরোধ মিমাংশায় ব্যর্থ হলে প্রবাসী ছানু মিয়া ২০২০ সালে আইনের আশ্রয় নিলে মামলার রায় তার পক্ষে আসে। তারপর তিনি উচ্ছেদ মামলা করলে ম্যাজিস্ট্রেট সরেজমিনে এসে জায়গা দখল মুক্ত করে দেয়ার পর থেকে মার্কেটের কাজে বিভিন্ন ভাবে বাধ্যগ্রন্থ করে ২০ লক্ষ টাকা চাদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তার উপর ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার গভীর রাতে গ্রামে ডাকাত এসেছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার বাড়ী-ঘর লুঠ করে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করতে গেলে অভিযুক্ত সন্ত্রাসীরা পুলিশকে ডাকাত ডাকাত বলে তাদের উপরও হামলা চালায়। এসময় ৪ পুলিশ সদস্য আহত হন। ১ মার্চ শনিবার রাতে ওসমানীনগর থানা পুলিশ সন্ত্রাসীদের বাড়ীতে অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। ঔ রাতে পুলিশ অভিযান শেষে ফিরে আসার পর রাত ১টার দিকে সন্ত্রাসী জুনাইদ ও আকাইদ আবার তাদের দলবল নিয়ে ছানু মিয়ার বাড়ীতে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এ সময় তার ঘর হতে নগদ ৫ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও রমজান মাসে অসহায় দরিদ্র মানুষের জন্য দান করা প্রায় ৩ লক্ষ টাকার ত্রান সামগ্রী মালামাল লুট করে নিয়ে যায়।  সন্ত্রাসীরা একই রাতে ছানু মিয়ার চাচা হাজী লোকমান আলীর গেইট ভেঙ্গে তাহার বাড়ীতে হামলা করে এবং আরেক চাচাতো ভাই খছরু মিয়া ও খালেদ মিয়ার বাড়ীতে হামলা করে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ নিয়ে পুলিশ একটি এ্যাসল্ট মামলা ও প্রবাসী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রবাসী আব্দুল হক ছানু মিয়া জানান,খুবই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা আছি। আমাদের জানমালের নিরাপত্তা না থাকায় আমরা এলাকায় যেতে ভয় পাচ্ছি। তাদের অত্যাচারে পরিবার নিয়ে শহরে আছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া ও তার স্ত্রী রেহানা পারভিন,রুহেল মিয়া,খুবাইব আহমদ সিজুল,খছরু মিয়া,সুয়েব মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট