
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশের মতো ভোলা জেলায় ও সক্রিয় ভূমিকা পালনের অংশ হিসেবে রবিবার (২ মার্চ) ভোলা সদর উপজেলার বাপ্পা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন, এবং ভোলা জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর চৌকস সদস্যগণ, রবিবার বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা কালে এলাকায় তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত,২রাউন্ড তাজা কার্তুজ,এবং ১টি দেশীয় অস্ত্রসহ বাপ্তা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাজিম উদ্দিনকে আটক করা হয়। আটকৃত নাজিম ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
তিনি আরো বলেন, সন্ত্রাসী নাজিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গঠনের জন্য জব্ধকৃত আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এবং বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related