ক্রীড়া ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ফুটবল মেসি-জ্বরে কাঁপছে গত প্রায় দুই বছর ধরেই। এখনও তিনি যে মাঠেই খেলতে যান, দর্শক থাকে কানায় কানায় পূর্ণ।
হিউস্টনে ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার শেল এনার্জি স্টেডিয়ামের সব টিকেটও বিক্রি হয়ে গিয়েছিল বেশ আগেই। কিন্তু ম্যাচের আগের জানা গেল, ইন্টার মায়ামি দলের সঙ্গে হিউস্টনে আসেননি লিওনেল মেসি!
মেজর লিগ সকারে রোববার রাতে হিউস্টন ডায়নামে এফসির মাঠে খেলবে ইন্টার মায়ামি। মেসি যে দলের সঙ্গে হিউস্টনে যাচ্ছেন না, খবরটি শুরুতে প্রকাশ করে মায়ামি হেরাল্ড। পরে ইএসপিএনসহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমেও তা উঠে আসে। মায়ামির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
তবে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ নিশ্চিত হয়েই গেছে। ক্লাবের পক্ষ থেকে শনিবার রাতে বিশেষ উপহারের ঘোষণা দেওয়া হয় হতাশ দর্শকদের জন্য।
এই ম্যাচের জন্য সাম্প্রতিক ‘প্লেয়ার স্ট্যাটাস রিপোর্টে’ ফরোয়ার্ড লিওনেল মেসির নাম অন্তর্ভুক্ত করা হয়নি। খবরে এসেছে, হিউস্টন সফরেই তিনি আসেননি। দুর্ভাগ্যজনকভাবে, প্রতিপক্ষ দলে কে খেলবে, এটা আমাদের হাতে।
অবিশ্বাস্য আবহে ও হিউস্টন শহরের ফুটবল উৎসবে শামিল হতে আগামীকাল (রোববার) যারা মাঠে আসবেন, সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আমাদের কৃতজ্ঞতা ফুটিয়ে তুলতে, এই ম্যাচে যে দর্শকেরা মাঠে উপস্থিত থাকবেন, তারা এই মৌসুমে ডায়নামোর যে কোনো ম্যাচের একটি সৌজন্যমূলক টিকেট নিতে পারবেন। বাড়তি বিস্তারিত জানানো হবে আগামী সপ্তাহের শুরুর দিকে।
মেসির কোনো চোটের খবর জানা যায়নি। মায়ামিতে শুক্রবার অনুশীলনের আগে কোচ হাভিয়ের মাসচেরানো বলছিলেন, লিও ভালো আছে। সে স্বাভাবিক আছে এবং অন্য সবার মতোই আজকে অনুশীলন করবে।
মৌসুমের শুরুতে ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি। ধারণা করা হচ্ছে, তাকে চনমনে রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে তিনি খেলবেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড