নান্দাইল প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী কে হাজার হাজার নেতাকর্মীর সংবর্ধনা দিয়েছে। শনিবার (১লা মার্চ) দুপুর ১ টায় উপজেলার মোয়াজ্জেমপুরের নিজ বাড়ি বাহাদুরপুর হাউজে এ সংবর্ধনা দেন উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন- বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে ১১ বছর পর নান্দাইল উপজেলা কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছি প্রত্যকটি ইউনিয়নের সকলকে আমরা সুযোগ সুবিধা ও সকলকে যথাযথ মূল্যায়ন করতে চাই। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।
তিনি আরও বলেন- বিগত দিনে যাদের হাতে কমিটি ছিল তারা পকেট কমিটি করে উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে দেয়নি। এখন তাদের জ্বালা হচ্ছে কারন তারা আওয়ামীলীগের দোষর। এই বিএনপির পতাকা কোন জাতীয় পার্টির সন্তানদের না। যারা বিগত আওয়ামী লীগের আমলে ব্যবসা বানিজ্য করেছে তারা সুবিধা পাবে না। যারা দলে সিদ্ধান্ত মানেন না তারা তারের রহমানের সিদ্ধান্ত মানেন না। যারা দলের চেয়ে ব্যক্তির রাজনীতি করেন তারা বিএনপির কেউ না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- দ্বিধা দ্বন্দ্ব ভূলে গিয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার সময় এসেছে। মারামারি হানাহানি এইগুলো আওয়ামী লীগের কাজ আপনারা এগুলোতে সায় দিবেন না। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। সে আলোকে নান্দাইল কে সাজাতে চাই।
এসময় উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক রেজাউল করিম বাবলু,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ন আহবায়ক আশরাফ উদ্দীন বাদল,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার, উসমান ভূঁইয়া গেনু, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি সহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘিরে নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড মিছিল মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড