মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ
দলিল সম্পাদন নিয়ে সেবা গ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় রংপুরের মিঠাপুকুর উপজেলা সাব রেজিস্ট্রার নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তোপের মুখে কৌশলে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা সদরের বাজার সংলগ্ন সাব রেজিস্ট্রারের কার্যালয় অবস্থিত। ভুক্তভোগী ও দলিল লেখকরা বলেন, সাব রেজিস্ট্রার শিরিনা বেগম এই কার্যালয়ে যোগদান করার পর অফিসের সরকারি সময়সূচী নিজের ইচ্ছেমত পরিবর্তন করেন। বিকেল ৫টা পর্যন্ত অফিসে দলিল সম্পাদনা করার নিয়ম থাকলেও তিনি তা মানেন না। দুপুর ২টার পর আর দলিল সম্পাদনা করেন না। এ নিয়ে গ্রাহকদের সাথে তাঁর প্রায় সময় বচ্চা হয়। অনেকের সাথে দুর্ব্যবহার করেন। বৃহস্পতিবারও তিনি একজন সেবাগ্রহীতার সাথে এমন ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল থেকে সাব রেজিস্ট্রারের সাথে ব্যাপক তর্ক বিতর্ক হয়। পরে বাধ্য হয়ে দলিলটি সম্পাদনা করেন। কিন্তু, গ্রাহকের সাথে দুর্ব্যবহার করার কারণে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। সন্ধার দিকে তারা সাব রেজিস্ট্রারকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। রাত ৭টার দিকে তিনি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া দেন। এ সময় তিনি পালিয়ে যান। এ ঘটনায় সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।