1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের দুই শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে নোয়াখালীর নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে বেশ কিছু ঘরবাড়ি ও মসজিদ প্লাবিত হয়েছে পঞ্চগড়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ৪৭ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা বিশ্বনাথে নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর লাশ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল সমাবেশ জুলাই গণজাগরণের সমাজ গঠণে শপথগ্রহণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কপোতাক্ষে ব্রিজ ভেঙে বিপাকে জনপদ, কচুরিপানা উপর দিয়েই চলছে জীবন শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান মাইলস্টোনে বিমান বিধ্বস্ত দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র তালতলীতে নারী মৎস্যজীবীদের নিয়ে উন্নয়ন ফেডারেশন গঠন

জলঢাকায় ভাষা শহীদদের প্রতি জিয়া পরিষদের বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
 নীলফামারী প্রতিনিধিঃ
 ২১ফেব্রুয়ারি রোজ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়া পরিষদ জলঢাকা উপজেলার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জিয়া পরিষদের আহ্বায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আশিকুজ্জামান দোলন আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়  আফজালুল হক ও সদস্য মোঃ আসলাম হোসেনের লিমন মোঃ রোকনুজ্জামন সহ উপজেলা জিয়া পরিষদের সদস্যবৃন্দ
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো। জলঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে এবং বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা পরিষদ জলঢাকার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জিয়া পরিষদের আহ্বায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আশিকুজ্জামান দোলন আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়  আফজালুল হক ও সদস্য মোঃ আসলাম হোসেনের লিমন মোঃ রোকনুজ্জামন সহ উপজেলা জিয়া পরিষদের সদস্যবৃন্দ
এদিন রাত ১২টা ১ মিনিটে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে।
বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার।  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহিদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
১৯৫২ সালের এদিনে ‘‘বাংলাকে’’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।
২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান,উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট