পাংশা প্রতিনিধিঃ
শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া। শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে এই শীতে ২০,৯৬৫ টি প্যাকেজ শীতবস্ত্র বিতরণ করছে বেসরকারি সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্যাকেজে ছিল (১ টি ডাবল পার্টের কম্বল, ১ টি শীতের টুপি, ১ টি শাল/চাদর) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে তাদের শীতবস্ত্র বিতরণের তথ্য ও ছবি শেয়ার করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে।উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে।ইতোমধ্যে জনকল্যাণমূলক কাজ ও দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে সর্বত্র বেশ সুনাম ও প্রশংসা কুড়িয়েছে বেসরকারি এই সেবা সংস্থাটি।