ক্রীড়া ডেস্কঃ
উইল ইয়ং আর টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩২১।
করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে নিয়ে ৩৯ রান তোলেন ইয়ং। কনওয়ে অবশ্য ১০ রান করেই বোল্ড হন লেগস্পিনার আবরার আহমেদের বলে।
অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর পরের ওভারে ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসনকেও (১) হারিয়ে বসে নিউজিল্যান্ড। তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান নাসিম শাহ। এরপর ড্যারিল মিচেল (১০) ফেরেন হারিস রউফের শিকার হয়ে। ৭৩ রানে ৩ উইকেট হারায় কিউইরা।
টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনকে ১০ রানের মধ্যে আটকে দিয়েও স্বস্তি মেলেনি পাকিস্তানের। ইয়ং আর ল্যাথাম শতরানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
ইয়ং সেঞ্চুরি তুলে নেন ১০৭ বলে। অবশেষে ১১৪ রানের জুটিটি ভাঙেন নাসিম শাহ। তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ইয়ং। ১১৩ বলে ১০৭ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান কিউই ওপেনার।
এরপর ল্যাথাম আর গ্লেন ফিলিপস ঝড় তুলে যোগ করেন ৭৪ বলে ১২৫। ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৬১ রানের মারকুলে ইনিংস খেলেন ফিলিপস।
৯৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ল্যাথাম অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। ১০৪ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ১১৮ রান আসে তার ব্যাট থেকে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড