প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
ফুলপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের শিশু নিহত
ফয়জুর রহমান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আল মুবিন কাউসার (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আল মুবিন ফুলপুর বাসট্রেন্ড ফেক্সিলোড ব্যবসায়ী এহসানুল হকের একমাত্র সন্তান, ও ফুলপুর শিববাড়ি রোড রওজাতুল আতফাল মাদরাসার মেধাবী ছাত্র। সে গত বার্ষিক পরিক্ষায় অত্র মাদরার তৃতীয় শ্রেনীর বোর্ড পরিক্ষায় জি পিএ ৫ পেয়ে উত্তির্ন হয়েছে, সে বর্তমানে নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল।
নিহত আল মুবিন প্রতিদিনের মত আজকেও মাদরায় যায়।আজকে মাদরাসা বন্ধ দেওয়ার কারনে আগে ছুটি হয়ে গেলে সে বাসায় এসে কিছুক্ষন কুরআন তেলাওয়াত করার পর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তাদের পুড়াতন বাড়ির (বছির মহাজন এর বাড়ির) সামনের সড়কে পৌছালে বিপরীতে দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। একমাত্র সন্তানের মৃত্যুতে তার পিতা মাতা বাকরুদ্ধ হয়ে পরেছে। এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাদী,বলেন দুর্ঘটনার বিষয়ে আমি অবগত আছি পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত