প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেল স্কুল ছাত্রের।
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলার ঈশ্বরদীতে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে মোঃ মাহিম হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার মোটরসাইকেলের পিছে বসে থাকা তার আরো দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রুপপুর-কুষ্টিয়া মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিম কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বারোমাইল গ্রামের মোঃ নাসিরউদ্দিন প্রামানিকের ছেলে ও বারোমাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুতগতিতে তিনজন আরোহী বসে থাকা মোটরসাইকেলটি পাকশি লালনশাহ সেতু থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে রুপপুরগামী দুটি ট্রাকের মাঝ দিয়ে ওভারটেক করে বের হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে চালক মাহিম ঘটনাস্থলেই মারা যান। আর অপর দুইজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত মাহিম হোসেনের নানা মোঃ আব্দুস সালাম বলেন, মাহিম ও তার দুই বন্ধু একসঙ্গে জুম্মার নামাজ পড়ে ঘুরতে বের হয়েছিল। মাগরিবের আগে ফোনের মাধ্যমে জানতে পারলাম সে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহত মাহিমের মরদেহ ও ব্যবহৃত মোটোরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত