প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
ভোলা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা ভূয়া ম্যাজিস্ট্রেট শুভ অবশেষে আটক
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
গত ১২ই ফেব্রুয়ারি সকাল ১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার টাকা হাতিয়ে নেন প্রতারক ভূয়া ম্যাজিস্ট্রেট শুভ। প্রতারক শুভকে সহায়তা করেন স্থানীয় হাসান নগর ইউনিয়নের আনসার কমান্ডার হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। উল্লেখিত বিষয় নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করায় অবশেষে আজ ডিবির হাতে আটক হয় ভুয়া ম্যাজিস্ট্রেট শুভ ও সহযোগ আনসার হারুনুর রশিদ।
উল্লেখ্য চেয়ারম্যান বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর অভিযোগ করে বলে, আমাদের বাজারে স্বাস্থ্য বিভাগের ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুভ ও আনসার সদস্য হারুনুর রশিদ । আমার কাছে ২০০০ টাকা জরিমানা করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক শুভ ও হারুনুর রশিদ। আমাকে জড়িমানার কোন টাকার রশিদ দেয়নি।
পরবর্তীতে একজন ভুক্তভোগী আত্মীয় হেলথ ইন্সপেক্টর দৌলতখান জরিমানা বিষয়টি নিয়ে মুঠোফোন জানতে চাইলে প্রতারক শুভ ইনকাম জানান, শুভ ট্যাক্স বোরহানউদ্দিন উপজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার উল্লেখ্য যে, বোরহানউদ্দিনে কোন ইনকাম ট্যাক্স অফিস নেই। এছাড়া ভোলা জোনের ইনকাম ট্যাক্স উপ-কমিশনার নুরুল ইসলাম জানান, অভিযুক্ত শুভ একটা প্রতারক। খুব শীঘ্রই ওকে আইনের আওতায় আনা হবে।।
চলছে আমাদের অনুসন্ধান ঘটনার সাথে জড়িত থাকা আরো প্রতারক চক্র খুঁজে বের করতে আমাদের সহায়তা করুন, তথ্য দিন।।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত