
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
পাবনার সুজানগর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাতীবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাসমত আলী খানকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে সুজানগর পরে পাবনা এবং অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রবিবার রাতে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল জানান, রবিবার বিকালে সুজানগর বাজার থেকে নিজ গ্রামের বাড়ি মধুপুর যাওয়ার পথে মথুরাপুর নামক স্থান থেকে তাকে কুপিয়ে জখম করে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
Like this:
Like Loading...
Related