প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুর ১২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক সরকার সকল প্রার্থীর পক্ষ হতে এই হরতাল প্রত্যাহার করেন।
এ সময় তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে হরতাল প্রত্যাহার করা হয়। আলমগীর স্যার ৫ ফেব্রুয়ারী দেশে এসে এর সুষ্ঠু সমাধান করতে চেয়েছেন। যদি আমরা ৫ ফেব্রুয়ারীর মধ্যে এর সুষ্ঠু সমাধান না হয় তবে আমরা আমাদের কর্মসূচি আবারও পালন করবো।
এর আগে শুক্রবার রাতে কাউন্সিল স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন বলেন, জেলার সাংগঠনিক সভায় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও বিএনপির সাংগঠনিক সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মেলন শেষ করতে বলেছেন। তাহলে জেলা বিএনপি কিভাবে ১৬ জানুয়ারি তারিখের জেলা বিএনপির নির্বাহী সিদ্ধান্ত মোতাবেক ৩১ জানুয়ারি চিঠি দিয়ে সম্মেলন স্থগিত করতে বললেন? জেলা বিএনপির এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়ন সম্মেলনের ভোটগ্রহণের কথা থাকলেও জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে তা বাতিল করেন। জেলার এমন হঠকারিতা সিদ্ধান্তের প্রতিবাদে প্রার্থী ও ভোটারগণ হরতাল কর্মসূচি পালন করেন।
এ ছাড়া শুক্রবার রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত