আল আমিন,নাটোর প্রতিনিধিঃ
কম দামে সিগারেট কিনে অবৈধভাবে গুদামে মজুত করে চড়ামূল্যে বিক্রির অভিযোগ উঠেছে নাটোরের বাগাতিপাড়ার সিগারেট সরবারাহকারী প্রতিষ্ঠান সুমন ট্রেডিং কর্পোরেশনসহ বিভিন্ন সরবারাহকারীদের বিরুদ্ধে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে প্রতিষ্ঠান গুলো বলছে সারাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ি সূত্রে জানা গেছে, দামবৃদ্ধির পাওয়ার সপত্মাহ খানিক আগ থেকে কৃত্রিম সংকট সৃষ্ট করা হলেও, সম্প্রতি জাতীয় ভাবে সিগারেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তবে নতুন দাম উল্লেখ করা সিগারেটের প্যাকেট বাজারে না সরবারাহ করে গুদামে মজুত থাকা পূর্বের প্যাকেট সরবারাহ করলেও নতুন (বেশি) মূল্য নেওয়া হচ্ছে। এতে যেমন সরকারি কর ফাঁকি দিচ্ছে প্রতিষ্ঠানগুলো তেমন ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। এ নিয়ে কথা হয় উপজেলার সিগারেট সরবারাহকারী প্রতিষ্ঠান সুমন ট্রেডিং কর্পোরেশনের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মিলন কুমার মন্ডলের সাথে। তিনি জানান, ১০ প্যাকেট রয়েল এর মূল্য পূর্ব ৫৭০টাকা এবং নতুন মূল্য ৬৩০টাকা, ১০ প্যাকেট ডার্বির মূল্য পূর্ব ৫২০টাকা এবং নতুন মূল্য ৭২০টাকা, ১প্যাকেট এল.এস’র মূল্য পূর্ব ১০৮টাকা এবং নতুন মূল্য ২০৯টাকা, ১ প্যাকেট গোল্ড লিফ এর মূল্য পূর্ব ২৪০টাকা এবং নতুন মূল্য ২৮০টাকা ও ১প্যাকেট ব্যানসোন এর মূল্য পূর্ব ৩২৪টাকা এবং নতুন মূল্য ৩৭০টাকা নেওয়া হচ্ছে।
এদিকে উপজেলার দয়ারামপুর বাজারের হায়দার আলী নামের নামের এক ক্রেতা (দোকানী) জানান, বেশির ভাগ সময় চাহিদার তুলনায় কম সিগারেট সরবারাহ করে বেশি দামে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো। প্রতি বছরের জুন মাসের আগের মাসে দাম বাড়ানোর জন্য কম দামে সিগারেট কিনে গুদামে রেখেই বলে সিগারেট পাওয়া যায়নি। তখন বাধ্য হয়ে দোকানীদের বাইরে থেকে বেশি দামে সিগারেট কিনে তা বেশি দামে বিক্রি করতে হয়। আর দাম বাড়ার পর পূর্বের মজুত রাখা সিগারেট আবার প্যাকেট মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে এই প্রতিষ্ঠানগুলো। উপজেলা মালঞ্চি বাজারের দোকানী রাশেদুল কবির বলেন, ‘প্যাকেট মূল্য দেখে ক্রেতারা সিগারেট ক্রয়ের সময় ঝামেলা করছে। কতৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এতে আমরা সবাই বিভ্রান্তির মধ্যে আছি।’ অন্যদিকে সুমন ট্রেডিং কর্পোরেশনের সুপারভাইজার মোতালেব আলী বলেন, ‘দাম বৃদ্ধির কারনে সারাদেশে প্যাকেট মূলের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে। গুদামে কোনো সময় সিগারেট মজুত করা হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে ধুমপানে স্বাস্থ্য ঝুকি থাকায়, তা সেবনে নিরুৎসাহিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে মজুতকৃত পণ্য মোড়কে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড