বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্রিয়া প্রতিযোগীতাটি বিদ্যালয়ের নিজ প্রাঙ্গণ খেলার মাঠে বুধবার সকাল ১০ টার সময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে মোছাঃ লায়লা আফলাতুন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তলন ও ক্রিয়া প্রতিযোগীতার আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন মোছাঃ নাজমুন নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা,অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ তাসমিয়া আক্তার রোজী, সহকারী কমিশনার (ভূমি), মোঃ আতিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ ওয়ালী উল্লাহ, উপজেলা একাডেমিক সুপ