দামুড়হুদা প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর দর্শনা সরকারি কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার ১০টার দিকে দর্শনা সরকারি কলেজ মাঠে ক্রিড়া ও পিঠা উৎসবের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিতি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার শফিকুল ইসলাম।আরো উপস্থিতি ছিলেন দর্শনা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লিহাজ উদ্দিন ও আন্ত ক্রিড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসবের আহ্বায়ক আরশাফুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন পিঠা উৎসবের সদস্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মতিউর রহমান সহ বাংলা বিভাগের প্রভাষক মুকুল হোসেন ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মেরাজুল ইসলাম। খেলার মধ্যে ছিল ছাত্রদের দুইশত মিটার দৌড়, ভলিবল, ৫০ মিটার চামোচ দৌড়, বালতির মধ্যে বল নিক্ষেপসহ ৬ টি খেলা। সোমবার সকাল ৯টায় ছাত্র /ছাত্রীদের মধ্যে পিঠা উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দর্শনা সরকারি কলেজ চত্বরে।