হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টারঃ
আজ ২৫ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ, সকাল ১০.০০ ঘটিকায় হিজলা থানা পরিদর্শন করেন মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন মহোদয় এসময় ফুল দিয়ে অভ্যর্থনা জানান অফিসার ইনচার্জ, হিজলা থানা এবং একটি চৌকস দল সালামী প্রদান করেন। শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টার পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১১.০০ ঘটিকায় মাননীয় পুলিশ সুপার বরিশাল মহোদয় মুলাদী থানা পরিদর্শন করেন এবং “ওপেন হাউজ ডে” তে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহিত আলোচনা করেন। “ওপেন হাউজ ডে” তে উপস্থিত লোকজনের আইনগত সকল সমস্যার কথা এবং নানাবিধ অভিযোগ শুনেন ও ব্যাখা প্রদান করেন। তিনি যে কোন প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণ করার জন্য সকল পর্যায়ে জনগণকে উদ্বুদ্ধ করেন।
হিজলা থানা এবং মুলাদী থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল আহাদ, সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল); জনাব মো: তারেক আনাম বান্না, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল), অফিসার ইনচার্জ, হিজলা থানা, অফিসার ইনচার্জ, মুলাদী থানা সহ থানার অফিসার্স ও ফোর্স এবং থানায় আগত সেবা প্রত্যাশীগণ।