প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
গাজীপুরে প্রয়াত ইকবাল সিদ্দিকী’র প্রতিষ্ঠানে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার ২৫ জানুয়ারি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা জাগিয়ে তোলা এবং তাদের সুশৃঙ্খল ও সুন্দর চরিত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও (অব.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব শেখ মোহাম্মদ আসলাম।
আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেছে। কুচকাওয়াজ, ডিসপ্লে, ফ্রি হ্যান্ড পিটি ও ড্রামবেল ড্রিলের মতো আকর্ষণীয় অনুষ্ঠান দর্শকদের মন মাতিয়েছে। 'দিগন্ত হাউজ' ক্রীড়ায় এবং 'দুরন্ত হাউজ' কুচকাওয়াজে চ্যাম্পিয়ন হয়েছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত