হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার বরিশাল
গতকাল দুপুরে বরিশাল লঞ্চ ঘাটে জেলা সুযোগ্য পুলিশ সুপার বরিশাল জেলা জনাব মোঃ শরিফ উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে ইঞ্জিন চালিত ট্রলারের শুভ উদ্বোধন এবং চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নাজিমুল হক অতিঃ ডিআইজি, রেঞ্জ কার্যালয়, বরিশাল মহোদয়।
আরও উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল; জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল), বরিশাল; জনাব শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল সহ অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিজলা থানা উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার, ফোর্স ।
গতকাল দুপুরে বরিশাল জেলা পুলিশের বহরে সংযুক্ত হল দুটি ইঞ্জিন চালিত ট্রলার। নদীমাত্রিক বাংলাদেশে নদীবহুল জেলা হিসাবে বরিশাল সুপরিচিত। অপরাধ প্রতিরোধ এবং অপরাধ দমনের জন্য নদীপথের নজরদারি প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব চিন্তা করেই বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, শরিফ উদ্দীন বরিশাল জেলা পুলিশের বহরে দুটি ট্রলার সংযুক্ত করেন যা নদী পথে অপরাধ প্রতিরোধ ও দমনে বিশেষ ভূমিকা পালন করবে। প্রধান অতিথি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ ডিআইজি বরিশাল রেঞ্জ নিকট হতে ইঞ্জিন চালিত দুটি ট্রলারের চাবি গ্রহণ করেন অফিসার ইনচার্জ হিজলা থানা এবং অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড