
মৌলভীবাজার প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসারসহ শ্রীমঙ্গল থানাধীন ৮নং কালীঘাট ইউপির অন্তর্গত ভূরভুরিয়া চা বাগানস্থ আসামী সাজু রিকিয়াসন এর বসত ঘরে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী সাজু রিকিয়াসন (২৫), পিতা-মৃত কালিচরন রিকিয়াসন, গ্রাম-ভূরভুরিয়া চা বাগান, ৮নং কালীঘাট ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related