প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
লংগদুতে জামায়াতের ত্রান ও শীতবস্ত্র বিতরণ
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে দরিদ্র ও শীতার্থদের মাঝে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চট্রগ্রাম বিভাগের অর্থায়নে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ দুপুরে স্থানীয় একটি মিলনায়তনে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম ও উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য খ ম মতিউর রহমান।
মাইনীমুখ ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারী তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ পুর্ব সভায় আরো উপস্থিত ছিলেন বায়তুল মাল সম্পাদক ওছমান গণি শ্রমিক কল্যান ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক,লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, মাওলানা আমানুল হক, জুলহাস উদ্দীন, মাহফুজুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত