ক্রাইম রিপোর্টারঃ
ফেন্সিডিল রাখার অপরাধে তুষার হোসেন নামের এক জনের ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা,অনাদোয়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মন্জুরুল ইমাম এ রাই দেন,সাজাপ্রাপ্ত তুষার হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের আফসারুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মেহেরপুরের মুজিবনগর থানার এস আই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার বাগানপাড়া বাগাতিপাড়া গ্রামের মুজিবরের মোড় এলাকা থেকে তুষার হোসেনকে আটক করে,ওই সময় তার নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৪ (খ)ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়,যার মুজিবনগর থানা-মালা নম্বর ১১, জি-আর কেস নং ১২৯/২১, পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন,এতে আসামি দোষী প্রমাণিত হয় তাকে ৫ বছর শশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি আবু সালেহ মোঃ নাসিম। এবং আসামী পক্ষে মীর আলমগীর ইকবাল কৌশলী ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড